নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পানি সম্পদ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস পালিত। এই উপলক্ষ্যে নবীগঞ্জ পানি সম্পদ বিভাগের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোঃ সামসুল আলমের নেতৃত্বে গত বৃহস্পতিবার আমড়াখাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত গবাদি পশু, হাস মুরগীকে ঠিকা প্রদান, চিকিৎসা ও পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী মাঠ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, কাদির বক্স, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মাজু, আমড়াখাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, সাবেক ইউপি সদস্য আইনুছ উল্লা, এলাকার মুরুব্বী সিদ্দিকুর রহমান প্রমুখ। আন্তর্জাতিক সিভিল দিবসের আলোচনা পরামর্শ সভা শেষে ওই এলাকার গবাদি পশু, হাস মুরগীদের মধ্য ঠিকা খাওয়ানো হয়।