স্টাফ রিপোর্টার ॥ মসজিদে নামাজের সময় জুতা চোর চক্রের এক সদস্যকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত ওই চোরের নাম আব্দুল খালেক (৩০)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এলাহি বখতের পুত্র। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদে এ চুরির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুম্মার নামাজ শেষে আব্দুল খালেক ওই মসজিদের জনৈক মুসল্লীর জুতা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অন্যান্য মুসল্লীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে হাজির করে। এ সময় বিচারক আলমগীর হোসেনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত তাকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডিত আব্দুল খালেক জানায়, ঈদ উপলক্ষে সারাদেশেই তাদের সিন্ডিকেট কাজ করছে। ৫ সদস্যের দলে বিভক্ত হয়ে সিলেট বিভাগের ৪ জেলায় প্রায় অর্ধশতাধিক জুতা চোরের সিন্ডিকেট কাজ করছে।