রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ ডিভিশনের গহীন জঙ্গল থেকে রুবেল হোসেন ওরুপে সাদ্দাম (২৫) নামে এক টমটম চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সুহেল তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত রুবেল হোসেন ওরুপে সাদ্দাম মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় ৫ বছর আগে সাদ্দাম বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের হাবিব মিয়ার মেয়েকে বিয়ে করেন। প্রায় ৫ মাস আগে সাদ্দাম শ্বশুর বাড়ীতে থেকে টমটম চালাতেন। গত সোমবার সাদ্দাম টমটম নিয়ে শ্বশুর বাড়ী থেকে বের হয়। কিন্তু রাতে বাড়ীতে না ফেরায় সাদ্দামের মামা শ্বশুর রৌশন আলী ফোনে সাদ্দাম নিখোজের বিষয়টি তার বাবাকে জানায়। খবর পেয়ে তার বাবা অনেক খুজাখুজি করে। শুক্রবার সন্ধ্যার দিকে চা-শ্রমিকরা সাদ্দামের গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সুহেল তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের পিতা শওকত আলী জানান-আমার ছেলেকে শশুর বাড়ীর লোকজন পরিকল্পিত ভাবে খুন করেছে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে থানার ওসি তদন্ত কে.এম.আজমিরুজামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।