স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ এলাকায় সিএনজির ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৩জন আহত হয়েচেন। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
আহত সূত্রে জানা গেছে, ব্র্যাক অফিসের ম্যানেজার রবিউল আলম ও তার স্ত্রী আয়েশা বেগম এবং শিশু আহাদকে নিয়ে শায়েস্তাগঞ্জে ইফতার মাহফিল শেষে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি ভাদৈ এলাকায় পৌছুলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে মোহনপুরস্থ জেলা ব্র্যাক অফিসের জোনাল ম্যানেজারসহ ৩ জন আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।