স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা সিরাজুল ইসলাম (৪০)কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তিনি উপজেলার রায়দর গ্রামের আব্দুল লতিফের পুত্র ও গোপায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। গত বৃহস্পতিবার দুপুরে সদর থানার এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় কুমিল্লা কোর্ট থেকে ১ বছরের সাজা এবং ৯০ হাজার টাকা জরিমানার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।