স্টাফ রিপোর্টার ॥ আগামী ১লা জুলাই শুক্রবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইফতার মাহফিল পরিচালনার জন্য সংগঠনের সহ সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজলকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মোঃ মর্তুজা হাসান, অনুপ কুমার দেব মনা, এডভোকেট মোঃ আফিল উদ্দিন, এডভোকেট আফজাল আলী দুদু, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট সুলতান মাহমুদ ও শংখ শুভ্র রায়।