নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ। বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবীন্দ্র কুমার পাল রবি, প্রচার সম্পাদক আব্দুল কাদির, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী কাজল মিয়া, দপ্তর সম্পাদক বিধান ধর, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমনিুল রহমান সুমন, কৃষকলীগ সভাপতি শেখ শাহনুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার, দিপংকর ভট্টাচার্য্য দেবুল, শেখ আবুল হাসান, সৈয়দ সোহাগ আলী প্রমূখ।