এক্সপ্রেস ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে কমবয়সী মায়ের নাম লিনা মেডিনা। পেরুর এ বাসিন্দা মাত্র পাঁচ বছর সাত মাস বয়সেই পুত্রসন্তানের জন্ম দেন। ৭৭ বছর আগে ১৯৩৯ সালের রক্ষণশীল সমাজের রক্তচক্ষু অগ্রাহ্য করেই শিশুর জন্ম দেন তিনি। প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে? সেই কারণেই পেট ফুলে যাচ্ছে? এই জন্যই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তারা? কিন্তু, লিনার শারীরীক পরীক্ষার রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের? দেখা যায় সাত মাসের গর্ভবতী পাঁচ বছরের শিশুটি এবং তার যৌনাঙ্গ প্রাপ্তবয়স্কদের মতোই। চিকিৎসকদের সাহায্যেই নির্দিষ্ট সময়ে পুত্র সন্তানের জন্ম দেয় লিনা। মা ও শিশু দুজনেই বহাল তবিয়তে ছিলেন? ঘটনার পরপরই শিশুনির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লিনার বাবাকে। পরে প্রমাণাভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রথমে লিনার সন্তান জানত সে তার বড় বোন। ১০ বছর বয়সে তাঁকে সত্যিটা জানানো হয়? কিন্তু, লিনার সন্তানের পিতা কে? এ প্রশ্ন আজও রহস্যঘেরা।