স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রীকে আনার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে স্ত্রী, স্বামী ও শ্বাশুড়িসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আবু লালের পুত্র শহীদ মিয়া (৩৫) এর সাথে পশ্চিম বুল্লা গ্রামের ধলাই মিয়ার কন্যা একারুন্নেছা (৩০) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩ সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে কলহের সৃষ্টি হয়। সম্প্রতি শহীদ মিয়া একারুন্নেছাকে কোর্টের মাধ্যমে তালাক প্রদান করে। এরপর থেকে একারুন্নেছা তার পিত্রালয়ে বসবাস করছিল। গতকাল বৃহস্পতিবার শহীদ ও তার মা জহুর চাঁন বিবি একারুন্নেছাকে পিত্রালয় থেকে আনতে যায়। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এতে উভয়পক্ষে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শহীদ, একারুন্নেছা ও জহুর চাঁন বিবিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে হাসপাতালেও তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।