স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিরাকান্দি এলাকায় রাজু মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল হান্নানের পুত্র। আহত সুত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে বানিয়াচং স্ট্যান্ডের উমেদনগর এলাকার বিজয় স্টোরে কর্মচারি হিসেবে কাজ করতো। গত বুধবার রাত ১০টার দিকে দোকান মালিকের চিরাকান্দিস্থ বাসায় গেলে সেখানে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে টাকা পয়সা নিয়ে যায়।