নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ও স্বর্ণ পদক প্রাপ্ত বাউসা ইউপির তৃতীয় বারের মত চেয়ারম্যান হিসাবে তার যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে নবীগঞ্জ নুরানী মার্কেটের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সভায় তার জনকল্যানের ভুয়সী প্রশংসা করে তাকে সাদা মনের মানুষ হিসাবে আখ্যায়িত করেন ও তার বিদেশ গমনে সুস্বাস্থ্য কামনা করা হয়। গতকাল বিকালে সন্ধ্যায় নবীগঞ্জ নুরানী মার্কেটের বিশিষ্ট ব্যসায়ী আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর মালিক চৌধুরী, বিশিষ্ট সমাজে সেবক লন্ডন প্রবাসী হাজী এরশাদ মিয়া। তরুন ব্যবসায়ী সমসু মিয়ার পরিচালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন সাবাজুল হাসান চৌধুরী। কোরআন তেলওয়াত করেন ব্যবসায়ী আব্দুল আলীম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও ইউপি মেম্বার আব্দুল মান্নান, মোঃ শফিকুর রহমান, আব্দুল মতিন চৌধূরী, কমান্ডার এম এ খালেক, স্বপন চৌধুরী প্রমূখ। সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান তার বক্তব্যে সংবর্ধনার আয়োজন করায় নুরানী মার্কেটের ব্যবসায়ীবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভা শেষে তাকে সম্মাননা চেক প্রদান ও ফুলের তোড়া দিয়ে বরন করেন ব্যবসায়ীবৃন্দ।