এক্সপ্রেস ডেস্ক ॥ হারভার্ডের গবেষকরা ব্যাটারি তৈরিতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা স্বল্প ব্যয়ে জ্বালানী মজুদ করতে পারবে। এটা জ্বালানীর ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে বলে গবেষকরা বলছেন। নবায়নযোগ্য জ্বালানীর ঘাটতি দেখা দেয়ায় একটা চাপের মধ্যে এই প্রযুক্তি উদ্ভাবন করা হল। বিশেষ করে সূর্যের তাপ না থাকলে এবং বাতাসের গতি না থাকলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে তা নিয়ে সংকটের মধ্যেই এই উদ্ভাবন। ক্যালিফোর্নিয়ায় প্রথম জ্বালানী মজুদের জন্য চাপ আসে। গবেষকরা অশোধিত তেল ও অন্যান্য সামগ্রীতে কার্বন ভিত্তিক অণু ব্যবহার করে ব্যাটারি চার্জ করে এর প্রতিক্রিয়া দেখেছেন। বর্তমানে ব্যাটারির জন্য যে রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা হয় তা ধাতব এবং ব্যয়বহুল। কার্বন ভিত্তিক অণুতে ব্যাটারি চার্জের জন্য দু’টি ইউনিট থাকে। বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রায় সব ব্যাটারিতেই একটি ইউনিট থাকে। অর্থাৎ একটি ব্যাটারি দ্বিগুণ জ্বালানী মজুদ করতে পারে। গবেষণা প্রকল্পের জ্বালানী বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চেরিল মার্টিন বলেন, এটা একেবারেই গবেষণার প্রাথমিক ফল। এই প্রকল্পই জ্বালানী উন্নয়নের অনুমোদন ও বরাদ্দ দিয়ে থাকে। গবেষকরা আশা করছেন, তারা যে ব্যাটারি উদ্ভাবন করছেন তা বাতাস ও সূর্যের মত সূত্র থেকে উৎপাদিত বিপূল পরিমাণ জ্বালানী সংরক্ষণ করতে পারবে।