শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার স্টেশন রোড এলাকায় এক সাথে তিন দোকানে চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাজুল মিয়া জানান, একই রাতে চোরেরা তার দোকানসহ নিকটবর্তী আলমগীরের চা-স্টল ও অমৃত দাশের পানের আড়তে প্রবেশ করে। চোরেরা তিন দোকান থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তারা সংশ্লিষ্টদেরকে অবগত করেছেন।