প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভাকে সমালোচনা করে গত ১৯ জুন দৈনিক সমাচার পত্রিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। সংবাদে যে রাস্তাটিকে হবিগঞ্জ পৌরসভার বলে উল্লেখ করা হয়েছে প্রকৃত পক্ষে ওই রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের। তাই ইচ্ছা করলেও হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ রাস্তাটি সংস্কার করতে পারে। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে এমন মন্তব্য করলেন হবিগঞ্জ পৌরভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস।
তিনি বলেন, প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হিসেবে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ শহরের প্রধান ডাকঘর থেকে কুশিয়ারহাটা পর্যন্ত রাস্তার কারণে জনদূর্ভোগের ব্যাপারটি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করতে কোন কার্পন্য করেনি। ইতিমধ্যে সংস্কারের অনেক অংশ শেষ হয়েছে। তবে ওই স্থানটি বৃষ্টির পানি লেগে থাকায়, সংস্কার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। হবিগঞ্জ পৌরসভা এ রাস্তা সংস্কারের কর্তৃপক্ষ না হওয়ার পরও ওই পত্রিকার প্রতিবেদনে একচেটিয়াভাবে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষকে দোষারোপ করা হয়েছে। যা সংবাদপত্রের নীতিমালা পরিপন্থি।