বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

শহরের হোটেল থেকে স্বামী-স্ত্রী পরিচয়ধারী যুবক-যুবতী আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের একটি হোটেল থেকে স্বামী-স্ত্রী পরিচয়ধারী যুবক যুবতীকে আটক করেছে পুলিশ। তারা হলেন-চুনারুঘাট উপজেলার বরআব্দা গ্রামের সোনিয়া আক্তার (২০) ও নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দৌলতপুর গ্রামের সোহাগ আহমেদ (২৫)। গতকাল রবিবার বিকালে শহরের সিনেমা হল এলাকার সোনার বাংলা হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই রাজকুমারের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলের ২১৩ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পাণীতে শ্রমিকের কাজ করে আসছে। আর এ সুবাদেই তাদের মাঝে পরিচয় হয়। একপর্যায়ে তারা হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে হোটেলে অবস্থান নেয়। তবে তারা পুলিশকে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উল্লেখ্য, ইতোপূর্বেও ওই এলাকার বিভিন্ন হোটেল থেকে খদ্দের ও কলগার্লদের আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com