স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শীঘ্রই প্রতিষ্ঠা হচ্ছে রোটারী ব্লাড ব্যাংক। গত রবিবার স্থানীয় স্কাই কুইন চাইনিজ রেস্টুরেন্টে রোটারী ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আপাতত এটি স্থাপিত হবে। নামমাত্র মূল্যে জেলার দরিদ্র পরিবারের লোকজন জরুরী সময়ে এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন। ক্লাব প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী, পাস্ট ডিস্ট্রিস্ট সেক্রেটারী শহীদ আহমেদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্ণর মাহবুব সোবহান চৌধুরী, সিলেট জালালাবাদ ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট কর্ণেল আতাউর রহমান পীর, প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ তোফায়েল আহমেদ, আরশাদ আলী, নূরুল আনাম খান, সিলেট ভেলী’র পাস্ট প্রেসিডেন্ট বিপ্লব রায়, হলিল্যান্ড ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট গোলাম রাব্বানী, এনামুল লস্কর, হবিগঞ্জে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, এম এ মতিন খান, ডাঃ মোঃ জমির আলী, পূণ্যব্রত চৌধুরী বিভু, সুভাষ চন্দ্র দেব, ফনী ভূষণ দাশ, এম এ রাজ্জাক, আলহাজ শামীম আহছান, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ প্রমূখ।