স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটমের ধাক্কায় আফতার মিয়া (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে সুলতান মাহমুদপুর গ্রামের আফিল উদ্দিনের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, আফতার মিয়া একটি টমটমযোগে চৌধুরীবাজারে যাচ্ছিলেন। এ সময় কালীবাড়ি এলাকায় পৌছলে টমটমটি উল্টে গেলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।