নুরুল আমিন ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চিনাইবিল চড়ার উপর নির্মিত সেতুটি ৮/১০ বছর ধরে ভেঙ্গে পড়ে আছে। এলাকাবাসি অনেক আবেদন নিবেদন করেছেন সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু কেউ আর সেতুটি মেরামত করে দিচ্ছেন না। অথচ এ সড়ক দিয়ে শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগান ও লাদিয়া গ্রামের সাধারণ মানুষসহ প্রায় ৩শ’ ছাত্রছাত্রী সুবেহ সাদেক উচ্চ বিদ্যালয় ও ব্রাইট স্টার স্কুলে যাতায়াত করছে জীবনের ঝুকি নিয়ে। সামান্য অসাবধানতার কারণে ঘটতে পারে মারাত্বক দুর্ঘটনা। একটুখানি বৃষ্টি হলেই পাহাড়ী ওই চড়াটি দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। এ সময় রমাপুরসহ উপজেলা সদরের সাথে যোগযোগ একেবারেই বন্ধ হয়ে যায়। কলাগাছের বেলা দিয়ে এপার-ওপার করতে যেয়ে বিগত সময়ে দুর্ঘটনা ঘটলেও সেতুটি মেরামতের উদ্যোগ নিচ্ছেন না কেউই। বর্তমানে ভাঙ্গা সেতুটির উপর বাঁশের কাঠামো তৈরী করে কোন মতে যোগাযোগ রক্ষা করছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা বলছেন, সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, প্রকল্প বাস্তবায়ন দপ্তর, উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের আধিকারিকদের সাথে বহুবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু সেতুটি মেরামত করার জন্য কেউই আন্তরিকতা দেখাচ্ছেন না। বর্তমান ডিজিটাল যুগে মান্দাতার আমলের সেতুটি কোন যাদুঘরে স্থান করে দিলে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে সচেতন মহল মনে করেন।