স্টাফ রিপোর্টার ॥ চলমান জঙ্গি বিরোধী ও সন্ত্রাসী গ্রেফতারের অংশ হিসেবে গতকাল রাতে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামানসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সদরের আদর্শবাজার থেকে জামায়েত নেতা ও তুরস্ক ফেরৎ যুবক মোস্তাক আহমেদ এবং কাজী মহল্লা গ্রামে অভিযান চালিয়ে জামায়েত ইসলামী উপজেলা শাখার প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল আহমেদকে আটক করেছে। রাতেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, এদের সাথে কোন জঙ্গি কানেকশন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।