নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করেছে একদল বখাটে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকালে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামের রশিক চৌধুরীর পুত্র সোহান চৌধুুরীর সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে সোহান তার কর্মস্থল বাংলাবাজার গোল্ড ব্রিক ফিল্ড থেকে বাড়ি ফেরার পথ মধ্যে বাজকাশারা ব্রীজের নিকটে পুর্ব থেকে ওৎ পথে থাকা এদকল বখাটে যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। এ সময় তার সু-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সোহানকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখে হবিগঞ্জ সদর হাসপালে প্রেরন করেন। এ ব্যাপারে সোহান চৌধুরী জানান হামলাকারীদের তিনি ছিনতে পেরেছেন।