এ রহমান অলি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসীদের মধ্যে ঐক্য এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গেনাইজেশন ইউকে এর উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইষ্ট লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হবিগঞ্জ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট একাউনটেন্ট মাহমুদ এ রউফের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা দিলওয়ার হোসেন দিপুর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরুল হাসান চৌধুরী, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ আজিজ, টিভি প্রেজেন্টার সাংবাদিক মিসবাহ জামাল, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, ব্যারিষ্টার মাহমুদুল হক, বিশিষ্ট আইজীবি শামীম চৌধুরী। পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোকপাত এবং মোনাজাত করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ আবু আহমদ।
ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ও এলাকার উন্নয়নে সংগঠনের বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম ফাউন্ডার তরুন সমাজসেবী আব্দুল হালিম চৌধুরী, আতাউর রহমান চৌধুরী সুহেল, আশিক মিয়া, ইবাদুর রহমান, মহিন উদ্দিন, ফরিদ মিয়া, বাবুল আহমেদ চৌধুরী, মোহাম্মদ সাদেক আহমদ, শামিম মিয়া, আজাদ মিয়া প্রমুখ। ইফতার মাহফিলে বৃটেনে বসবাসরত নবীগঞ্জবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিরা নবীগঞ্জবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, ড. রোয়াব উদ্দিন, এখলাছুর রহমান পাক্কু, শাহ এম এ মালিক, দরবেশ চৌধুরী, এম এ হাকিম, হাদিছ মিয়া, হেলাল চৌধুরী, মির্জা তছনু বেগ, মির্জা আওলাদ বেগ, হাজী আব্দুল গফুর, খায়রুল হাসান চৌধুরী, আবুল হোসেন, মোহাম্মদ আঙ্গুর মিয়া, নজমুল হোসেন, এম এ গফুর, আহাব উদ্দিন তালুকদার, শাহ সহিদ আলী, জাফর আহমদ মাসুদ, আবুল হাসনাত, জুয়েল মিয়া, ফরাস মিয়া, সেলিম রশিদ, মাহফুজ আহমদ চৌধুরী, মোহাম্মদ আলতাব উদ্দিন, আছি মিয়া, মোহাম্মদ মাসুক মিয়া, শাহ জিয়াউর রহমান, আবুল কাশেম, তজমুল আলী সরদার, মোহাম্মদ শাহরিয়ার আলম সুয়েব, হারুন মিয়া, সহিদুল হাসান চৌধুরী, মোহাম্মদ তোহেল চৌধুরী, বিলাল হোসেন প্রমুখ।