নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের ওসমানী রোডস্থ চৌমুহনীতে অবৈধভাবে সিএনজি ষ্ট্যান্ড গড়ে উঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি দেখা দিয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও পৌর মেয়র বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীগণ।
অভিযোগে প্রকাশ, নবীগঞ্জ বাজারের ওসমানী রোডস্থ চৌমুহনীতে অবৈধভাবে গড়ে উঠা সিএনজি ষ্ট্যান্ডের ড্রাইভাররা অধিকাংশই মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। ওই পয়েন্ট দিয়ে প্রতিদিনই স্কুল-কলেজগামী ছাত্রীরা যাতায়াত করে। এসব মাদকসেবী সিএনজি ড্রাইভারদের দ্বারা প্রতিনিয়ত ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। এছাড়া ওই সকল সিএনজি ড্রাইভারদের কাছে স্থানীয় ব্যবসায়ীগণ জিম্মি হয়ে পড়েছেন। তাদের দ্বারা প্রায়শই হয়রানির শিকার হন ব্যবসায়ীরা। তারা বিভিন্ন ব্যবসায়ীর দোকানে সিএনজি পার্কিং করে রাখে। ব্যবসায়ীরা কিছু বললেই তাদের উপর চড়াও সিএনজি ড্রাইভাররা। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীগণ ও স্কুল কলেজগামী ছাত্রীরা।
এব্যাপারে গত মঙ্গলবার নবীগঞ্জ ওসমানী রোড চৌমুহনী সমবায় সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শেখ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সমিতির সদস্য আব্দুস সত্তার আজাদ, গৌতম রায়, ডাঃ আব্দুল আলীম ইয়াছিনি, বাবুল দেব, দিপক কুমার দাশ, সৈয়দ আলী হোসেন, হরিভক্ত দত্ত, জাকির হোসেন, ফরহাদ আহমেদ চৌধুরী, রহমত আলী, কামরুল ইসলাম, রূপক দাশ, রিন্টু কুমার দাশ, জাহাঙ্গীর আলম, মাদব দেব, গোপাল দাশ, বাবুল চন্দ্র শীল, রূপক চন্দ্র দেব, কানাই লাল দাশ, মিজানুর রহমান, রঞ্জত পাল প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, নবীগঞ্জ বাজার চৌমুহনীতে অবৈধভাবে সিএনজি ষ্ট্যান্ড তৈরী হওয়ার কারনে আমরা প্রতিনিয়ত ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। ব্যবসায়ীগণ নবীগঞ্জ বাজার চৌমুহনী থেকে অতিসত্বর অবৈধ সিএনজি ষ্ট্যান্ড সরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। সভায় আগামী ১৯ জুন রবিবার তারাবীর পর নবীগঞ্জ বাজার চৌমুনীর আল-হেরা বই ঘরের সামনে এক সভার ডাক দেয়া হয়েছে।