স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অব্যাহতি দেয়া সুপার বশির উদ্দিন আহমেদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বড়বাজারস্থ স্থানীয় শহীদ মিনার চত্ত্বরের সামনে বানিয়াচঙ্গের সর্বস্তরের জনসাধারণ এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, ব্লগার এন্ড অনলাইন অ্যাকটিভিস্ট আজহার উদ্দিন শিমুল এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা তৌহিদুর রহমান পলাশ, জুপুল রেজা, যোবায়ের আহমেদ ফয়সল, আফজল মিয়া ও নাবিল মিয়া প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে ছাত্রীকে যৌন নির্যাতনকারী বশির আহমেদ ও এর মদদদাতাদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান। অন্যথায় বানিয়াচঙ্গের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। উক্ত মানববন্ধন চলাবস্থায় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২ শতাধিক লোক মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন এবং বশীর আহমেদকে গ্রেফতারের দাবী জানান।