স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের রাজনগরস্থ অনামিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল উপ-কমিটির আহ্বায়ক ও এসোসিয়েশনের সহ-সভাপতি এমরান উল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক সেলিম সিদ্দিকী ও কোষাধ্যক্ষ এম এ কাইয়ূম চৌধুরী। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, কৃষি ব্যাংকের ডিজিএম মোঃ খলিলুর রহমান ভূইয়া, সাবেক ব্যাংকার মোঃ কামরুল আহসান, খয়ের উদ্দিন আহমদ, ন্যাশনাল ব্যাংকের ব্যাবস্থাপক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, ঢাকা ব্যাংকের ব্যাবস্থাপক সদরুল ইসলাম, কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক অনিল চন্দ্র গোপ, এবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ লিয়াকত আলী খান, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক হাসিবুর রহমান, আইসিবি ব্যাংকের ব্যবস্থাপক শেখ মহিউদ্দিন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, সিটি ব্যাংকের ব্যবস্থাপক এজেডএম কামাল, মাধবপুর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জাহান, নবীগঞ্জ এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র দেব, ঢাকা ব্যাংকের সিনি: প্রিন্সি: অফিসার বেলাল আহম্মদ, কৃষি ব্যাংকের প্রিন্সিঃ অফিসার মোঃ মতিউর রহমান, পূবালী ব্যাংকের সিনিঃ প্রিন্সিঃ অফিসার এটিএম মাহফুজুর রহমান, সোনালী ব্যাংকের অফিসার আবুল ফজল সহ হবিগঞ্জে কর্মরত সকল ব্যাংক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন রাজনগর মসজিদের ইমাম হাফেজ মাওঃ মামুনুর রশীদ।