স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া সাইফুর রহমান ব্রীজ এলাকায় খোয়াই নদী দিয়ে একটি লাশ ভেসে গেছে। গতকাল বিকেলে স্থানীয় লোকজন পচা লাশটি ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়। লাশটি এক নজর দেকার জন্য শত শত লোক নদীর পাড়ে ভীড় জমায়। লাশের পচা গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। এটি একটি পুরুষের লাশ। বয়স ৩৫/৪০ হবে। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ আসার পূর্বে লাশটি পানির তোরে ভাটির দিকে ভেসে যায়।