স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপার বশির উদ্দিন আহমেদকে অব্যাহতি দেয়া হয়েছে। সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সুপার বশির আহমদের ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গতকাল ম্যানেজিং কমিটির এক সবা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেজাউল মোহিত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে ভারপ্রাপ্ত সুপার বশির আহমেদকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত বশির আহমেদকে জানালে তিনি পদত্যাগ জমা দেন। বশির আহমদের দেয়া পদত্যাগপত্র সভায় গৃহীত হয়। এবং কলেজের সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়। আজ বৃহস্পতিবার নয়া ভারপ্রাপ্ত সুপার জান্নাতুল ফেরদৌসতে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে কমিটির সদস্য সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ও ১৩ জুন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সুপার বশির আহমদ কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানীর সংবাদ প্রকাশের পর বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে শীঘ্রই ওই অভিযুক্ত সুপার বশির আহমেদ এর কঠোর শাস্তির দাবীতে মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ঘোষণাও আসছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।