মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ৪ সন্তানের জননী ৩ সন্তানের জনক পরকীয়া প্রেমিকের সংসারে চলে গেছে। উপজেলার রসুলপুর ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, বেজুড়া গ্রামের হাজি মিয়ার মেয়ে হেলেনা আক্তারকে (৪০) প্রায় ১৯ বছর পূর্বে রসুলপুর ইটাখোলা গ্রামের স্বপন মিয়া (৪৫) এর সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের সংসার আলোকিত করে ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জন্ম হয়। তাদের বড় মেয়ে দশম শ্রেণীতে ও মেঝ মেয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। প্রায় ১ বছর পূর্বে স্বামীর পাশের বাড়ির রায়হান মিয়া (৪০) এর সাথে হেলেনার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি গত ১৭ মে স্বামীর নজরে আসলে এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমলিন্যের সৃষ্টি হয়। এতে হেলেনা তার বাবার বাড়িতে চলে যায়। পরে গত ২০ মে হেলেনা পরকীয়া প্রেমিক রায়হানকে নিয়ে চলে গিয়ে মৌলভীবাজার শহরে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করে। বিষয়টি জানাজানি হলে হেলেনাকে আনতে স্বামী স্বপন মৌলভীবাজার যান। কিন্তু গত ১২ জুন হেলেনা মৌলভীবাজার নোটারী পাবলিকে ৪৪৭ নং এফিডেভিট এর মাধ্যমে তার স্বামী স্বপনকে তালাক দেয়।