স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নকল আকিজ বিড়ি বিক্রির অভিযোগ ২টি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের বিভিন্ন দোকানে নকল আকিজ বিড়ি প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় চৌধুরী বাজার স্বপন কুড়ির ও মদিনা মার্কেটের আছকির মিয়ার মুদির দোকানে নকল আকিজ বিড়ি পাওয়ায় দোকান মালিকদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আলাদত ২টি দোকান থেকে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ করা হয়। ব্যবসায়ীরা জানান, নতুন খোয়াই মুখ এলাকার মোদক স্টোর ও সোনালী স্টোরে দীর্ঘদিন নকল আকিজ বিড়ি পাইকারী বিক্রি করা হচ্ছে। এ দোকান থেকে খুচরা দোকানদাররা আকিজ বিড়ি পাইকারী নিয়ে খুচরা বিক্রি করছেন। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিলেট বিএসটি আইয়ের উপ-পরিদর্শক আজিজুল হাকিম, আজিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ হবিগঞ্জের এরিয়া ম্যানেজার মোঃ আশরাফ সিদ্দিকী।