মাধবপুর প্রতিনিধি ॥ দেশব্যাপি গুপ্তহত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রাজীব দেব রায় রাজু’র পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পূমোদ রঞ্জন মালাকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর দুলাল মোদক, সাংবাদিক মোঃ আইয়ুব খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জীবন কৃষ্ণ বনিক, পুরোহিত অরুন কুমার নাগ, ব্যবসায়ী দিপন মোদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ জগদিশ চন্দ্র ঘোষ, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান প্রমূখ।