স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনীতে মসজিদের চোরাই মাইকসহ আশরাফ উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। সে কমলানগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে তাকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায় রবিবার ১২ জুন গভীর রাতে উপজেলার চৌমুহনী কমলানগর জামে মসজিদের মাইক চুরি হয়। এ বিষয়ে গ্রামবাসীর সন্দেহের তীর গ্রামের চিহ্নিত চোর আশরাফ উদ্দিন নামের যুবকের দিকে। সু কৌশলে চৌমুহনী বাজারের ভাই ভাই মাইক সার্ভিসের মালিক সায়েদ মিয়াকে দিয়ে আশরাফ উদ্দিন নামের যুবকের কাছ থেকে মাইকগুলো ক্রয় করার প্রস্তাব দেয়া হয়। পরে তার কাছ থেকে গতকাল সকালে মসজিদ থেকে চুরি হয়ে যাওয়া মাইকসহ যুবক আশরাফ উদ্দিনকে আটক করা হয়।