স্টাফ রিপোর্টার ॥ রমজান মাস উপলক্ষ্যে ফরমালিনযুক্ত ও নোংরা পরিবেশে তৈরি ইফতারীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে শহরের চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বেশকয়েকটি দোকানে ফল পরীক্ষা করা হয়। কিন্তু কোন ফরমালিন পাওয়া যায়নি। ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযান প্রতিদিন চলবে। ভ্রাম্যামান আদালতকে সহযোগিতা করেন সদর থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মিজান।