এক্সপ্রেস ডেস্ক ॥ তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের জনজীবন। এর মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১১ জানুয়ারী রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের পর আরও বাড়তে থাকবে শীত সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পরে। কয়েকদিন ধরেই সারা দেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা। দুপুরে রোদের দেখা মিললেও সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে ঢেকে থাকছে সারা দেশ। এদিকে শীতের প্রকোপে কাবু হয়ে পড়েছে সাধারন মানুষ। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের শ্রমজীবি ও ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের। গরম কাপড় না থাকায় গায়ের কাপড় আর যা আছে তাই নিয়ে কোনও রকম গুটিশুটি মেরে রাত পার করছেন তারা। ছিন্নমূল কিছু মানুষ জানান, এ বছর এখনো শীতবস্ত্র বিতরন করা হয়নি। বাসস্থান নির্দিষ্ট না হওয়ায় আগের বছর পাওয়া শীতের পোশাক কোথায় হারিয়ে গেছে জানেন না অনেকেই। তাই শীতে দুর্বিষহ রাত পার করছেন অনেকেই। আবহাওয়া অফিস বলছে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বাড়বে। এবং ১১ জানুয়ারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হয়ে তাপমাত্রা আরো কমে যেতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।