প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী নতুন বাজারে ছফিনা-নূর ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। ছফিনা-নূর ফাউন্ডেশনের সভাপতি আমীন আলী মাস্টারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, সাংবাদিক ফারুক মাহমুদ, ইউপি মেম্বার আকছির মিয়া, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা মফিজ উল্লা, গাবরু মিয়া, মাওলানা আইয়ূব আলী, মাস্টার সাইফুল ইসলাম সুফি, প্রবাসী শারফিন মিয়াসহ অনেকেই। পরে ছফিনা-নূর ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্রদের মাঝে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।