মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কুখ্যাত মাদক স¤্রাট সাইফুল ইসলাম ওরুপে কাইল্ল্যাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে থানার ওসি তদন্ত কে.এম.আজমিরুজামান পৌর এলাকার পশ্চিম মাধবপুর মনু মিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করেন। সে পশ্চিম মাধবপুর কামাল মিয়ার ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।