চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম সতীশ রাহুল রায় (২৩)। সে সাতছড়ি চা বাগানের রামচন্দ্র রায়ের ছেলে। গতকাল সোমবার বিকাল ২টার দিকে কাপড়ের ব্যাগে করে সিএনজিতে ওঠার সময় স্থানীয় সিএনজির সিরিয়াল ম্যান ও ড্রাইভারদের সন্দেহ হলে তাকে আটক করে তার ব্যাগ তল্লাশী করলে ১কেজি গাজা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।