স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে সিএনজি উল্টে দুই স্কুল ছাত্র আহত হয়েছে। আহতরা হল হাফিজপুর দীঘিরপাড় গ্রামের আছকির মিয়ার পুত্র সাজু মিয়া (১২) ও মোজাফ্ফর মিয়ার পুত্র নয়ন মিয়া (১৩)। তারা স্থানীয় স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই দুই ছাত্র স্কুলে যাওয়ার পথে মহাসড়কের হাফিজপুরে একটি সিএনজি অটোরিকশাকে পুলিশ ধাওয়া করে। এ সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের উপর পড়ে যায়। এতে তারা আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।