কারনে প্রয়োজনীয় চিকিৎসা করানোও সম্ভব হচ্ছেনা তার। প্রায় দেড় বছর যাবৎ বিছানায় পঙ্গু অবস্থায় পড়ে রয়েছেন হবিগঞ্জের জনপ্রিয় সঙ্গীত শিক্ষক, গীতিকার, সুরকার ও ব্যাংক কর্মকর্তা জালাল সিদ্দিকী।
হবিগঞ্জের সঙ্গীতাঙ্গনের অতি পরিচিত মুখ জালাল সিদ্দিকী সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গীত শিক্ষক ছাড়াও ওই সঙ্গীত স্কুল পরিচালনা কমিটিরও সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। বেরসকারী একটি ব্যাংকের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তার কর্মস্থল বানিয়াচং উপজেলা সদর থেকে হবিগঞ্জে আসার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তড়িৎ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কিছু দিন চিকিৎসার পর তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিসৎসকদের পরামর্শে বেসরকারী একটি হাসপাতালে তাকে স্থানান্তর করে ডান পায়ের উপরের সংযোগস্থলে ও মেরুদণ্ডের হাড়ে পরপর ৫টি মেজর ওপারেশন করা হয়। এতে তার নিজের সঞ্চিত এবং ব্যাংকের চাকুরী থেকে অবসরে পাঠানোর পর যে টাকা পেয়েছিলেন এর সবটাই চিকিৎসা খাতে ব্যয় হয়ে যায়। বর্তমানে ৫সদস্য বিশিষ্ট পরিবারের খরচ চালিয়ে চিকিৎসা করানো তো দুরের কথা ছেলে-মেয়েদের পড়াশুনার ব্যয়ও সংকুলান করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বর্তমানে বিনা চিকিৎসায় বিছানায় পঙ্গু অবস্থায় পড়ে রয়েছেন এককালে হবিগঞ্জের সঙ্গীত জগতের সাড়াজাগানো ওই শিল্পী। নিজে গান লিখে সুরারোপ করে হবিগঞ্জের প্রতিটি সঙ্গীতানুষ্ঠানকে প্রানবন্ত করে তুলতেন তিনি। বঙ্গবন্ধুর উপর অসংখ্য গান রচনা ও তাতে নিজে সুরারোপ করে বিভিন্ন জাতীয় দিবসের সরকারী অনুষ্ঠান গুলোকে মোহনীয় করে তুলতেন জালাল সিদ্দিকী। এছাড়া হবিগঞ্জের সঙ্গীত স্কুল সুরবিতানের উদ্যোগে ২০১৩ সালে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি দেওয়ান মাসুম রায়হান চৌধুরীর পরিচালনায় বঙ্গবন্ধুর জীবনের উপর তৈরী স্বল্প দৈর্ঘ্য একটি ডকুমেন্টারীতে ৩টি গানে সুরারোপ করে ভূয়সী প্রশংসা অর্জন করেন জালাল সিদ্দিকী। বর্তমানে তার শারিরীক অবস্থার কথা জানতে চাইলে জালাল সিদ্দিকী জানান, উন্নত মানের আরো একটি বড় অপারেশন করা হলে তিনি আবার হাটাচলা করতে পারবেন, ফিরে আসতে পারবেন সঙ্গীত জগতে তার নিজস্ব ভূবনে। ওই অপারেশনের জন্য কমপক্ষে ১০/১২ লাখ টাকার প্রয়োজন। যা সংসার পরিচালনা করে অপারেশনের জন্য ওই পরিমাণ অর্থ যোগান দেয়া তার পক্ষে আদৌ সম্ভব নয়। ফলে বাকী জীবন পঙ্গুত্ব বরণ করেই কাটাতে হবে জালাল সিদ্দিকীকে। এ অবস্থা থেকে উত্তরণে সকলের সহযোগিতা কামনা করেছেন হবিগঞ্জের সঙ্গীত জগতের ওই প্রাণপুরুষ।