নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডে আলী ভিলার নিচে কনর আলী ফার্মেসী ও ডাঃ আব্দুস সামাদের চেম্বারের গত শুক্রবার রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও ডাঃ আব্দুস সামাদ ও কনর আলী ফার্মেসীর মালিক আব্দুল আলীম ইয়াছিনীর পরিবারের লোকজন ওই বাসাতে বসবাস করেন। অগ্নিকাণ্ডের সময় ওই দুই পরিবারের লোকজন আতঙ্কে দিগি¦দিক ছুটোছুটি করেন। পরে রাত প্রায় ২টায় সাবেক পৌর কাউন্সিলর রেজভী আহমেদ খালেদ ও আব্দুল আলীম ইয়াছিনীসহ বেশ কিছু লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন। আব্দুল আলীম ইয়াছিনী তদন্তের মাধ্যম দুর্বৃত্তদের শাস্তির দাবি জানান।