স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ফারজিনা আক্তার (২৫) নামে এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। তিনি করাব গ্রামের মোজাহিদ মিয়ার স্ত্রী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে ফারজিনা আক্তার বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তার দেবরসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে গাড়ি আনার নাম করে দেবরসহ পরিবারের লোকজন হাসপাতালে লাশ ফেলে সটকে পড়ে। আত্মহননকারী ফারজিনা আক্তারের ২টি সন্তান রয়েছে।