মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মমিনুল ইসলাম উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রামচন্দ্রপুর (খাইয়া) গ্রামের আক্কল আলীর ছেলে কবির মিয়া (৩৫) দীর্ঘদিন পলাতক থাকার পর বাঘাসুরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়- একটি মাদক মামলায় কবির মিয়ার ২ বছরের সাজা হয় তারপর থেকে সে পলাতক ছিল। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত কবির মিয়াকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।