স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরে রাস্তা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষ হয়।
আহতরা জানান, ওই গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র রুস্তুম আলী সরদার নানুর সাথে একই গ্রামের রুবেলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর রুবেল, রকিসহ একদল লোক নানু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নানু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।