স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর মুচিবাড়ি এলাকায় মদপান করে বৌদিকে মারপিট করার অভিযোগে মোহন রবি দাস (৩৫) নামের এক মাতালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে হিরা লাল রবি দাসের পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, মোহন রবি দাস মদপান করে তার বৌদিকে প্রহার করে। পরিবারের লোকজন তাকে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।