আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মরা খাষ্টি নদীতে মৎস্য অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রকার পোনা মাছ অবমুক্ত করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম, মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা নাহিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুকমল রায়, বেনু রঞ্জন রায়, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক প্রমুখ।