রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় চা শ্রমিকদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ও অনুদান প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী খাদ্য সামগ্রী ও অনুদান চা শ্রমিকদের হাতে তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা।
সভায় বৈকুষ্ঠপুর চা বাগানে শ্রমিকদের মধ্যে ২ লাখ ৫০ হাজার খাদ্য সামগ্রী, সুরমা, তেলিয়াপাড়া, জগদীশপুর চা বাগানে ১০৩ জন নৃতাত্বিক জনগোষ্ঠির মধ্যে ৫ লাখ ১৫ হাজার টাকা একই বাগানের ২২১ জন শ্রমিকের মধ্যে ১১ লাখ ৫ হাজার টাকা, ৬৪৩ জন বয়স্কদের মধ্যে ৩০ লাখ ৮৬ হাজার ৪শ টাকা, ২০৯ জন বিধবা ও স্বামী পরিত্যাক্তের মধ্যে ১০ লাখ ৩ হাজার ২শ টাকা, ৫২৮ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ৩১ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করেন।