স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গোজারখাই গ্রামের জুস ভেবে সুমাইয়া (৯) নামের এক শিশু কীটনাশক পানে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে ওই গ্রামের মহিদ মিয়ার কন্যা। তবে অভিযোগ উঠেছে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পাচ্ছে না সে। গতকাল বৃহস্পতিবার বিকালে সুমাইয়া টেবিলে থাকা জুস ভেবে কীটনাশক পান করে ফেলে। এতে সে অস্স্থু হয়ে পড়লে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আসা সুমাইয়ার দাদা সালাউদ্দিন জানান, সুমাইয়ার মা মানসিক ভারসাম্যহীন। হাসপাতালে সে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।