চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রানীগাঁও মাস্টার বাড়ী বাসিন্দা প্রয়াত ডাঃ দীনেশ রঞ্জন নাথের একমাত্র ছেলে বিশিষ্ট সমাজ সেবক স্বপন দেবনাথ (খোকা) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। গতকাল ৯ জুন বৃহস্পতিবার ভোর ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকাল ৩ ঘটিকায় স্বপন দেবনাথ খোকা’র সমাধি দেয়া হয়। সমাধিস্থলে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরুল মুমিন চৌধুরী ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ আহমেদ চৌধুরী, চুনারুঘাট উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সিনিয়র সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, সাংবাদিক ফারুক মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ছয়শ্রী’র প্রশিক্ষক দিপঙ্কর দেবনাথ, দ্বিপক দেবনাথ, চুনারুঘাট পল্লী সমাজের ও নারী ক্ষময়াতনের অফিসার অল্লিকা দাস, মেম্বার মোঃ সিরাজ মিয়া, সাবেক মেম্বার মোঃ লাল মিয়া, আঃ জলিল, ব্যবসায়ী সান্টু মিয়া সহ এলাকার শতাধিক নারী পুরুষ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দসহ আরো অনেকে।