কিবরিয়া চৌধুরী ॥ সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি গাড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার ভোররাতে নবীগঞ্জে অভিযান চালিয়ে মিটসুবিশি ব্র্যান্ডের এ গাড়িটি আটক করা হয়। নবীগঞ্জ উপজেলার লোগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রয়েছে- এমন সংবাদের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০টি গাড়ি আটক করা হয়েছে। এ রকম আরো শতাধিক গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে।