স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে এক মহিলা মেম্বারের বিরুদ্ধে দরিদ্রদের জন্য কর্মসুচি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৫নং ওয়ার্ড মেম্বার সামছু মিয়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা ওই প্রকল্পের চেয়ারম্যান। তিনি সেক্রেটারী সজরফ মিয়াকে নিয়ে প্রকল্প কাজের দায়িত্ব পান। ওই কাজ ৫১জন শ্রমিক দিয়ে করানোর কথা থাকলেও কোন কাজ না করে প্রকল্পের ৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাত করেছেন। অভিযোগটি জেলা প্রশাসক তদন্তের জন্য স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এর নিকট প্রেরণ করেছেন।