স্টাফ রিপোর্টার ॥ ৫ টাকা টমটম ভাড়া নিয়ে তেতৈয়া ও গোপায়া গ্রামবাসীর সংঘর্ষ, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাটি শালিসে নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের মধ্যস্ততায় বিষয়টি মালিসে নিষ্পত্তিতে উভয় পক্ষ সম্মতি প্রদান করেছেন। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে শালিসের তারিখ নির্ধারণ করা হবে। এ সময় গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজবাউল বারী লিটন, বিএনপি নেতা আব্দুল মান্নান, চেম্বার নেতা নাসির উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।