স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের বড়ইউড়ি গ্রামে দু’দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছে। খামারের হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের সেবেদা আক্তারের খামার থেকে বেশ কিছু হাঁস চুরি হয়। হাঁস চুরির ব্যাপারে একই গ্রামের নুরা মিয়াকে সন্দেহ করেন সেবেদা বেগম। সেবেদা এ ব্যাপারে নুরা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। এতে নুরা মিয়া ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় উভয় পক্ষের লোকজন জড়ো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০জন আহত হয়। আহতদের মধ্যে সেবেদা আক্তার (২০), মমতা (৫০), নয়ন মিয়া (৯), হাজেরা (৭০), সোহেলা বেগম (২০) ও সেতারা বেগম (২৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।